300X70
শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রসিক নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৯, ২০২২ ২:২৯ পূর্বাহ্ণ

এস.এম জাকির হুসাইন, রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউরজ্জামান বাবু’র মনোনয়ন প্রত্যাহার। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি প্রত্যাহার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করেন ।

এ সময় মনোনয়ন প্রত্যাহারকারী আতাউরজ্জামান বাবু বলেন, দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়েই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে সমর্থন করেই প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছি ।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নিয়ে আতাউরজ্জামান বাবু তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।এখন সবাই এক হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

মেয়র প্রার্থী ডালিয়া সাংবাদিকদের বলেন, দলের সকল নেতাকর্মী আমরা একটা পরিবার। পরিবারে আবেগ,ক্ষোভ থাকতেই পারে। তবে তা দীর্ঘ কখনোই হবেনা। এখন নৌকার পক্ষে এক হয়ে বিজয় সুনিশ্চিত করাই রংপুর আওয়ামীলীগের কাজ।

এদিকে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আতাউরজ্জামান বাবু তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

প্রার্থীতা চুড়ান্ত হলো। আগামীকাল(আজ শুক্রবার)৯ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। এরপর আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম প্রার্থীরা যথারীতি নির্বাচনী আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন বলেও তিনি জানান।

উল্লেখ্য-এছাড়া গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দেয়া ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এর মধ্যে ৩৩ জন তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। গত ৭ ডিসেম্বর রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানী শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধতা পায়। প্রসঙ্গত,রংপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন।

এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন। ২২৯টি কেন্দ্রে আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এবং এর আগে ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ধূমপানমুক্ত পরিবেশ অর্জনে অনেক পিছিয়ে বাংলাদেশ

মোহাম্মদপুরে ডাকাত সদস্য গ্রেফতার

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল মারা গেছেন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিওএসপির মানববন্ধন

কালো টাকা সাদা: ছয় মাসে সরকারের আয় ৯৬২ কোটি

বিডিইউতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিএনপি তাদের ডুবন্ত রাজনীতি পদ্মা নদীর মাঝ থেকে উদ্ধার করতে পারুক : তথ্যমন্ত্রীর আশা

দেশের প্রবৃদ্ধি বৈশ্বিক গড়ের দ্বিগুণ হবে, আইএমএফের এ রিপোর্টে বিএনপি কি বলবে : তথ্যমন্ত্রী

ইউনিয়ন ব্যাংকের খাজুরা বাজার শাখা শুভ উদ্বোধন

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

ব্রেকিং নিউজ :