ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
রাজধানীতে র্যাব-১০ এর পৃথক অভিযানে ইজিবাইক চোর, গাঁজা বিক্রেতা ও হেরোইন বিক্রেতাসহ ৮ জন গ্রেফতার করেছে। এরমধ্যে রাজধানীর যাত্রাবাড়ী ইজিবাইক চোরাই চক্রের ৫ সদস্য, সূত্রাপুর হতে ২ কেজি গাঁজাসহ ১ জন ও যাত্রাবাড়ী হতে ৩০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে।
র্যাব-এর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা ইজিবাইক চোরাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে হাবিবুর রহমান @ মুন্না (৪৯), শহিদ (৫৫), মমতাজ উদ্দিন মজুমদার (৫৭), শাহিন (২৫) ও জাহাঙ্গীর (৬০)। এসময় তাদের নিকট থেকে ইজিবাইকের ১টি চাকা, ১টি চার্জার, ১টি চাবি, ৫টি মোবাইল ফোন ও নগত ৭ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ইজিবাইক চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাইকৃত ইজিবাইক সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
রাজধানীর সূত্রাপুর হতে ২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার
গতকাল শনিবার (১৭ জুলাই) র্যাব-১০ এর অপর এক আভিযানিক দল রাজধানী ঢাকার সূত্রাপুর থানাধীন ধোলাই খাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ শাওন খান (২৮) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৮২০ টাকা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী হতে ৩০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ২ জন গ্রেফতার; ট্রাক জব্দ
আজ রোববার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের ৩০৬ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মাসুম মোল্লা (৩৬) ও মোক্তার হোসেন (৪৯)। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগত- ৬ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।