নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ।
এই সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
আজ সোমবার (২৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন— মো. হাবিব উল্লা (৪২), বেলাল হোসেন (৩৪), মো. ফারুক হোসেন (২০) ও মো. হোসেন (৩২)।
উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ডিএমপির লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মধুসুধন দাস জানান, রোববার (২৪ জানুয়ারি) রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে কাভার্ড ভ্যানযোগে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।