নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকা ও যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) বিকাল ২ টা থেকে ও ৩ টা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল দুইটি পৃথক অভিযান চালিয়ে ৬ লক্ষ ১ হাজার ৮শ’ টাকা মূল্যের ২ হাজার ৬পিস ইয়াবাসহ শহিদুল আলম (৩৮) ও আবু বক্কর (২৬) নামে ২ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
এছাড়া একইদিন বিকাল সোয়া ৫ টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত র্যাব- ১০ এর অপর এক অভিযানে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা ও ডেমরার মাতুয়াইলে দুইটি পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা ও ২ লক্ষ ২২ হাজার টাকা মূল্যের ৭৪ বোতল ফেনসিডিলসহ ইমদাদুল হক (২৪) ও শাকিল ইসলাম (২১) নামে ২ জনকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
যাত্রাবাড়ীতে ২০১ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার :
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ও রায়েরবাগ এলাকায় আজ শুক্রবার ১১ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৬:৪৫ ঘটিকা হতে সকাল ০৭:৪০ ঘটিকা পর্যন্ত র্যাব- ১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৬ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ২০১ বোতল ফেনসিডিল ও আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২৩) ও রাসেল (২৫) নামে ২ জন গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ট ভ্যান ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।