নিজস্ব প্রতিবেদক: এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জানাগেছে, রাজধানীর শহীদ মিনার এলাকা থেকে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে একজন আটক করে পুলিশ।
শনিবার রাতে, পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে ধর্ষণ চেষ্টা চালানো হয়েছিলো তবে ধর্ষণ হয়েছে কিনা তা ডাক্তারি পরীক্ষা পর জানা যাবে।
পুলিশ আরো জানিয়েছে, তরুণীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
এ রিপোর্ট সকাল সাড়ে ১১টায় লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।