নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করেছে গাজী গ্রুপ ও বাংলাদেশ স্কাউটস।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর ফকিরাপুল মোড়, পল্টন মোড় ও প্রেস ক্লাবসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহমেদ বলেন, মাস্ক ব্যবহার অনেকের জন্য কষ্টের হলেও জীবন বাঁচানোর তাগিদে এটা ব্যবহার করতে হবে। নিশ্চয় মৃত্যু যন্ত্রণার চেয়ে মাস্ক ব্যবহার বেশি কষ্টকর নয়।
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবে চলাফেরা করলে আমরা করোনায় আক্রান্ত হবো না, এটি অনেকেই মনে করেন। কিন্তু আমাদের বুঝতে হবে যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে যেকোনো মুহূর্তে আমরা করোনায় আক্রান্ত হতে পারি। তাই পরিবারের সব সদস্যকে আমরা মাস্ক ব্যবহার করতে বলছি। যখনই বাসা থেকে বের হবো, তখনই যেন আমরা মাস্ক ব্যবহার করি।
মাস্ক বিতরণ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেরা নিরাপদ থাকবো, অন্যকেও নিরাপদ রাখবো। একই সঙ্গে নিজেরা মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যদের মাস্ক পরতে সচেতন করবো। এখন এটিই আমাদের বেঁচে থাকার চ্যালেঞ্জ।