নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ১৪ কেজি ৮৩৫ গ্রাম গাঁজা, ১৮৬ বোতল ফেন্সিডিল ও ১৩৫ ক্যান বিয়ার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।