নিজস্ব প্রতিবেদক:আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বড় সমাবেশ করবে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর (রোববার) বিকেল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গত বছরের ১০ ডিসেম্বর রাজধানী ঢাকা ‘অবরুদ্ধ’ করতে সমাবেশের ডাক দেয় বিএনপি। সেই সমাবেশের আগে-পরে পরিবহন খাত, সরকার ও আওয়ামী লীগ নিজেদের মতো পরিকল্পনায় অনেকটাই ভেস্তে যায় বিএনপির পরিকল্পনা। তবে এবার বিএনপির আগেই ১০ ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এদিন ঢাকার প্রবেশমুখে এবং ভেতরেও নিজেদের উপস্থিতির পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সবচেয়ে বড় শোডাউন করবে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেই জন্য পরিবহন চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক পাহারায় থাকবে। সরকার, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্রমতে, ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করতে ইতিমধ্যে মোখিকভাবে ঢাকা মহানগরের ওয়ার্ড-থানা পর্যায়ের নেতাদের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন রাজধানীর মূল সড়ক ও প্রবেশমুখগুলোতে সর্তক অবস্থান নেবে আওয়ামী লীগের তৃণমূল। ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ী, উত্তরা, বুড়িগঙ্গা নদীতে থাকা দুই সেতুর মুখে অবস্থান থাকবে আওয়ামী লীগের।