নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে প্রাইভেটকার ও পিকআপভ্যানের সংঘর্ষে আব্দুল জলিল মোল্লা (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন।
শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
পথচারী সাজেদুল ইসলাম জানান, বনানীর নেভি হেড কোয়ার্টারের সামনে দিয়ে একটি পিকআপভ্যান যাচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যান চালকসহ চার জন আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে পিকআপভ্যান চালক আব্দুল জলিল মোল্লাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের কাছে থাকা ন্যাশনাল আইডি কার্ড থেকে তার নাম পরিচয় জানা গেছে। তার গ্রামের বাড়ি গাজীপুরে।