নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোতয়ালী ও বংশালে র্যাবের পৃথক অভিযানে ৪৯,২৭১ পিস বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এছাড়াও র্যাব বিভিন্ন কালোবাজারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১ মার্চ) বিকেলে ঘন্টাব্যাপী র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড রোড শোয়েব মার্কেট ও বংশাল থানাধীন মিটফোর্ড মেডিসিন মার্কেট এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে ১৮ লক্ষ টাকা মূল্যের ৪৯ হাজার ২শ’ ৭১ পিস বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশী ঔষধসহ ঔষধ কালোবাজারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে অনুপ দত্ত নিপ্পন (৩৫), নিত্তানন্দ সাহা @নারায়ন (৪০) ও ফজলুল হক (৪৫)।
এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ ২৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন বিদেশী কোম্পানির ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ সরকারী ঔষধ কালোবাজারী করে ঢাকাসহ এর আশপাশের এলাকার বিভিন্ন ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।