নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন বনিয়ানগর মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ থানার মামলা নং-১৯(৯)১৪, ধারাঃ দ্রুত বিচার আইনের-৪(১)/৫, ফতুল্লা থানার মামলা নং-৩২(১১)১৪, ধারাঃ দ্রুত বিচার আইনের-৪/৫, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং-২২(৫)২০১৩, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪২৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, নারায়নগঞ্জ থানার মামলা নং-১১(৩)১৫, নারায়নগঞ্জ থানার মামলা নং-৮(২)১৩, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩৫৩/৩৩২/৩০৭/৪২৭ পেনাল কোড ১৮৬০, ফতুল্লা থানার মামলা নং-২৭(৫)১৩, ফতুল্লা থানার মামলা নং-৪৪(১)১৫, ফতুল্লা থানার মামলা নং-৪৫(৭)১৩, ধারাঃ দ্রুত বিচার আইনের ৪/৫, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২২(৫)২১, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪২৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, ফতুল্লা থানার মামলা নং-১২(৭)১৩, ধারাঃ দ্রুত বিচার আইনের ৪(১)/৫। হত্যা মামলাসহ উপরোক্ত মামলার ১২টি ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ খোরশেদ আলম (৩৮), পিতা- নুর আমিন @ নুর মুন্সী, সাং- মুরাদনগর বালুরচর, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি হত্যা মামলাসহ উপরোক্ত মামলার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উপরোক্ত মামলার বিষয়গুলো জানতে পেরে দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।