নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে আজ রোববার (২২ অক্টোবর) কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মনীষা আহমেদ অভিযান পরিচালনা করে ওয়ারী মৌজার ইপি কেস নং ৩৩/৭২ এর অন্তর্ভুক্ত ২৭.২০ শতাংশ অর্পিত সম্পত্তি উদ্ধার করেন।
এ সময় অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার করে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।
কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবত এ জায়গা দখল করে বিনা অনুমতিতে স্থাপনা তৈরি করার চেষ্টা করে আসছিলেন। খবর পেয়ে কোতোয়ালি রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন, এসময় কোতোয়ালি রাজস্ব সার্কেলের সার্ভেয়ার, তহসিলদার সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক বলেন, চলমান সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ওয়ারীতে অভিযান পরিচালনা করা হয়, সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।’