নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
রাজধানীর তুরাগের ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তুরাগ থানার ওসি মো, মেহেদী হাসান জানান, আজ মঙ্গলবার তুরাগের মেট্রোরেলের দুই নম্বর স্টেশনের পাশ থেকে ২৩ বছর বয়সীর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, আজ সকালে তুরাগ থানার ১৭ নং সেক্টর ৫ নং ব্রিজ মেট্রোরেলের দুই নং স্টেশন এলাকার একটি ডোবার পাশে ওই মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে উওরা বিভাগের উপ- পুলিশ কমিশনার (ডিসি) মো, সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, নিহতের শরীরের ডান হাতে ফুসকা পড়া আছে। নিহতের পরণে ছিল কালো রংয়ের জিন্স প্যান্ট ও স্কাই (আকাশী) রংয়ের হাফ হাতা গেঞ্জি। বৈদ্যুতিক তারে জড়িয়ে কিংবা অন্য কোন কারনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচেছ। আজ দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এদিকে, তুরাগ থানার (ওসি) মো, মেহেদী হাসান আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।