নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর নিউ ইস্কাটনে একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমেনা (১৩)।
সোমবার রাতে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। আমেনা ঝিনাইদহের মহেশপুরের মো. মামুনের মেয়ে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, সোমবার রাতে খবর পেয়ে নিউ ইস্কাটনের ৩১/এ ভবনের অষ্টম তলার মো. মনিরুজ্জামানের ফ্ল্যাট থেকে গৃহকর্মী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসার লোকজন দাবি করেছেন, বাসায় সকলের অনুপস্থিতিতে আমেনা গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।