নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল এলাকা হতে প্যাথেডিন (এ্যাম্পল)সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব -১০ এর একটি আভিযানিক দল।
গতকাল সোমবার সোয়া ৪ টার দিকে সিপিসি-২, র্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে রাজধানীর বংশাল থানাধীন ২৬ নং মাজেদ সরদার রোড এলাকায় একটি অভিযান চালায়। এসময় ৫০ পিস নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন (এ্যাম্পল Buprenorphine Injection I.P.2ml) ) সহ মোঃ ইসলাম নামের এক মাদককারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ ইসলাম (৪৪) কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লক্ষমীপুর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে। এসময় তার নিকট থেকে ২টি মোবাইল ও নগদ-১০০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তি পেশাদার প্যাথেডিন (এ্যাম্পল) ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বংশাল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্যাথেডিন (এ্যাম্পল) ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।