নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন২৪.কম : রাজধানীর মালিবাগের হাজীপাড়ায় র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সনি-র্যাংগসের ৯৫তম শো-রুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
হাজীপাড়া, ডি.আই.টি রোড, মালিবাগ (আবুল হোটেলের পাশে) বাড়ি: বি/২৪/এ, গ্রাউন্ড ফ্লোরে সনি-র্যাংগস এর ৯৫তম শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মিস বিনাস হোসেন শো-রুমের শুভ উদ্বোধন করেন। এছাড়াও জেনারেল ম্যানেজার, হেড অফ মার্কেটিং, মোহাম্মদ জানে আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার, হেড অফ রিটেইল সেলস, কে.এম. মোসাদ্দেক উল্লাহ মুন্না এবং মার্কেটিং ও সেলস বিভাগের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হৃদয় হাসান শো-রুমটির ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানে “র্যাংগস বিজয় উৎসব” – ক্যাম্পেইন এ বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের বিজয় উৎসব উপলক্ষে ক্রেতাসাধারণের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার ও ডিসকাউন্ট। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে থাকছে বিজয় উৎসব অফার মূল্যের উপরে বিশেষ ডিসকাউন্ট সুবিধা। সাথে থাকছে ৭ দিন ব্যাপী বিশেষ মূল্য ছাড়।
গত ৩৮ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর সব ধরণের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে।
উল্লেখ্য যে, সম্মানিত ক্রেতাসাধারণের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে ‘সনি র্যাংগস্’ এর দেশব্যাপী ৯৫নিজস্ব শো-রুম ও ৪৫০টির ও বেশী ডিলারের নেটওয়ার্ক রয়েছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।