নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর রায়েরবাজারে রিকশার গ্যারেজে গাড়ি রাখাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন।
আজ শনিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাদেক খান রোড সচিব গলি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. খোকন (৩৪) ও আরিফ হোসেন (৩৫)। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আরিফ জানান, ওই গ্যারেজে আমার দুইটি রিকশা আছে। গ্যারেজ নিয়ন্ত্রণ করেন ‘ব্রাদার মাসুদ’ বলে একজন। শুক্রবার রাতে তিনি আমাদের রিকশা রাখতে নিষেধ করেন। আজ তার নেতৃত্বে নজরুল, কামরুল, বাবুসহ প্রায় ২০-২৫ জন গ্যারেজে ঢুকে আমাদের ওপর হামলা করে। এক পর্যায়ে তাদের এলোপাতাড়ি গুলিতে আমরা দুইজন আহত হই।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আরিফের পায়ে গুলি লাগলেও খোকনের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে গুলি লেগেছে।