ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ: প্রকাশ্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরাফাত ইয়াসিন (১৮) নামের এক কিশোর খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকার আর এস শপিং কমপ্লেক্সের সামনে। পরে গুরুতর আহত অবস্থায় আরাফাত নামের ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার (২৮ মে) সকাল ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।
কদমতলী থানার অফিসার ইনচার্জ ওসি জামাল উদ্দিন মীর বলেন, কিশোর হত্যাকাণ্ডের সময়ে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে জড়িত অভিযোগে আমরা এখন পর্যন্ত মোট ৬ জনকে আটক করেছি। ওই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিহতের ভাই সোহেল বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কদমতলীর শনির আখড়া আর এস শপিং কমপ্লেক্সের সামনে প্রিন্স, তানজিল, ডিব্বা শুভসহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে তারা। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে সেখানে তার মৃত্যু হয়। কী কারণে তারা ছুরিকাঘাত করেছে এ বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারব না। ওদের সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা তাও বলতে পারব না।
আরাফাত ইয়াসিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে। বর্তমানে তিনি কদমতলীর পাটেরবাগ আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি একটি দোকানের কর্মচারী ছিলেন।