নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত আটটা ৪৯ মিনিটে কয়েক সেকেন্ডব্যাপী এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরুরি পরিচালন কেন্দ্রেথেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ৫।
প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।