রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৪ আগস্ট) সকাল ১১ টায় জেলা পুলিশ, রাজশাহীর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দুস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ‘ত্রাণ সামগ্রী বিতরণ’ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
রাজশাহীর পুলিশ সুপার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ রেঞ্জ কার্যালয় এবং জেলা পুলিশ, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।