সংবাদদাতা, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার (২৫ জুলাই) থেকে। আজ পরীক্ষা হবে সি ইউনিটের। আগামীকাল মঙ্গলবার (২৬ জুলাই) ও বুধবার (২৭ জুলাই) যথাক্রমে এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
এক ঘণ্টার এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না। পরীক্ষার হলে মোবাইলফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে।
চলতি বছর বিশেষ কোটাসহ মোট আসন ৪ হাজার ৬৪১। এর বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। এর মধ্যে এ ইউনিটে ৬৭ হাজার ২৩৭, বি ইউনিটে ৩৮ হাজার ৬২১ এবং সি ইউনিটে ৭২ হাজার ৪১০ জন পরীক্ষা দেবেন।