বিনোদন ডেস্ক: আবারও করোনায় আক্রান্ত হয়েছেন টালিউড পরিচালক রাজ চক্রবর্তী। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক।
তার স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। দু’জনেই বাড়িতে আইসোলেশনে আছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
ভক্তদের করোনাবিধি মেনে চলার জন্যও টুইটে আবেদন জানিয়েছেন চিত্র পরিচালক রাজ।
এবারই প্রথম নয়। এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন টলিউডের এই তারকা দম্পতি। তবে একসঙ্গে নয়।
রাজ চক্রবর্তী প্রথমবার করোনায় আক্রান্ত হন ২০২০ সালের অগস্ট মাসে। ২০২০ সালের ১৭ অগস্ট টুইট করে সেই খবর জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে রাজ যখন বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তখন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন শুভশ্রী।
২০২১ সালের ২০ এপ্রিল সেই খবর জানিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। আক্রান্ত হয়ে সেসময় বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। তবে তাদের পুত্র ইউভান সুস্থই ছিল সেসময়।