300X70
মঙ্গলবার , ৭ জুন ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাণীনগরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৭, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ

রাণীনগর প্রতিনিধি : তিনদিন ব্যাপী নওগাঁর রাণীনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে।

গতকাল সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কামরুন নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, একডালা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী প্রমুখ।

পরে অতিথিরা মেলায় স্থান পাওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনদিন ব্যাপী মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। মেলায় প্রদর্শিত বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তির যন্ত্র ও স্টলে স্থান পাওয়া বিভিন্ন কৃষি উপকরন দেখতে দর্শনার্থীরা ভিড় জমান।

মেলায় প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের জন্য উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মেলা আগামী বুধবার পর্যন্ত চলমান থাকবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :