নিজস্ব প্রতিবেদক :
সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম চেয়েছে বিএনপি। অপর দিকে মিরপুরের বাঙলা কলেজ মাঠে সমাবেশ করার জন্য দলটিকে প্রস্তাব দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে জটিলতা নিরসনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে এ দাবি করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঢাকার মিন্টু রোডের ডিএমপি কার্যালয়ে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতের বৈঠকে এ তথ্য জানায়।
এদিকে, ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের ভেন্যু নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তা আগামীকাল (শুক্রবার) কেটে যাবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ডিএমপির সদরদপ্তরের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আজ রাতে বিএনপির ৫ সদস্যদের একটি প্রতিনিধিদল ডিএমপির সদরদপ্তরে এসেছিলেন ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করতে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ওনারা প্রায় দুই ঘণ্টা ছিলেন। বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে।