এস.এম জাকির হুসাইন, রংপুর : রংপুর অঞ্চলে চলতি শীত মৌসুমে দিনে বেশ স্বাভাবিক আবহাওয়া অনূভূতি হলেও দাপট বাড়ে রাতে। যত রাত গভীর হয় শীতের দাপট ততই বাড়ে। এ কারনে ঘরে ঘরে জ্বর স্বর্দি, কাশি বেড়েছে। বিশেষ করে বয়স্ক নারী, পুরুষ ও বিশেষ করে শীশুদের অবস্থা নাজুক বেশি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারী হাসপাতাল, ডায়ানষ্টিক সেন্টারগুলোতে শীতে আক্রান্ত নানা ধরনের রোগির সংখ্যা বাড়ার বিষয় পরিলক্ষিত।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মারুফ হাসান বলেন, দিনে ও রাতের আবহাওয়ার পরিবর্তণগত তারতম্য থাকায় এ পরিস্থিতি হচ্ছে। এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সকলকে সচেতন হতে হবে। সবাইকে সাবধান থাকতে হবে বিশেষ করে বয়স্ক ও শিশুদেরতো অবশ্যই।
গতকাল রবিবার(২৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বুলেটিনে রবিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।