নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ ভয়াল ২৫শে মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল নিরস্ত্র বাঙালিদের ওপর। অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল পাকবাহিনী। প্রতি বছর নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আজ শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ৫৩টি মোমবাতি প্রজ্বালন করা হবে। এছাড়া সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে।
১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিহত মানুষের আত্মার মাগফিরাত কামনা করে এদিন বাদ জোহর দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।