নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা কাঁচা বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরবাইক আরোহী মো. রইচ উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার(২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ মিনহাজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে রামপুরা কাঁচা বাজার এলাকা থেকে রইচ নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, তার কাছে থাকা কাগজপত্র থেকে জানতে পারি তিনি স্কয়ার কোম্পানির (এস আর) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারি কান্দি। তিনি মোঃ মোরশেদ উদ্দিনের সন্তান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপার এবং চালককে আটক করা হয়েছে।