সংবাদদাতা, রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সকল মসজিদের ঈমাম ও কমিটির নেতৃবৃন্দের সাথে বাল্য বিবাহ প্রতিরোধ, শান্তি শৃংখলা ও পরিচ্ছন্নতা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ১৯ নং ওয়ার্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন।
মতবিনিময় সভায় কাউন্সিলর সুমন বলেন, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতা ও তত্ত্বাবধানে ১৯ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান আছে। প্রত্যেক উন্নয়ন হচ্ছে ওয়ার্ডবাসীর চাহিদা অনুযায়ী। ওয়ার্ড এলাকায় বাল্য বিবাহ রোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য মসজিদে মুসুল্লী এবং যে কোন আলোচনায় সরকারী নিদের্শনা ঘোষণার অনুরোধ করা হয়।
কাউন্সিলর সুমন আরো বলেন, ১৯ নং ওয়ার্ড তথা দেশের প্রত্যেকটি জনগণকে নিরাপদ রাখার স্বার্থে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনার অনুরোধ করেন, আফগানস্থান ও তালেবান ইস্যুতে যেন কোন মসজিদে আলোচনা না হয় সেই দিকে খেয়াল রাখার অনুরোধ করেন।
সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, নিবার্হী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন, প্রফেসর ইসমাঈল হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী সহ ২২টি মসজিদের ঈমাম এবং সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।