300X70
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রুমিন ফারহানার আসনে মনোনয়ন জমা দিলেন ইনু-পত্নী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পদত্যাগ করা বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য রুমিন ফারহানার আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী ও দলটির সহ-সভাপতি আফরোজা হক রীনা। জোটের এই প্রার্থীকে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মো. আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন ইনু-পত্নী রীনা। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮শে ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২রা মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ই মার্চ। এরপর ২০শে মার্চ ভোট হবে। একক প্রার্থী হলে আফরোজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। একাদশ সংসদে জাসদের তিনজন সংসদ সদস্য রয়েছেন। এখন সংরক্ষিত একটি আসনও তাদের হতে যাচ্ছে।

জানা গেছে, আফরোজা হক রীনা ১৯৫১ সালের ৫ই অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন।

তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়ে। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে আসেন।
প্রসঙ্গত, বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপনির্বাচন ১লা ফেব্রুয়ারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি ৬টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পাওয়ার কথা রয়েছে। তবে একাদশ সংসদে জাসদের তিন সংসদ সদস্য থাকলেও জাসদ একটি সংরক্ষিত আসন পেয়েছে। এক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগ তাদের সমর্থন দিয়েছে। এর আগে ওয়ার্কার্স পার্টির তিনটি সাধারণ আসন থাকলেও একটি সংরক্ষিত আসন পেয়েছে। ওই কোটায় পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী বেগম লুৎফুন্নেসা খান এমপি হয়েছেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

জলজ প্রতিবেশ রক্ষায় সরকার ডলফিন সংরক্ষণে নিরলসভাবে কাজ করছে : পরিবেশ ও বনমন্ত্রী

যৌন নিপীড়নের অভিযোগে হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের অধিনায়ক ঢাকায় আসছেন

জাপা দক্ষিণের সংগঠনকে গতিশীল রাখতে ৭ সাংগঠনিক কমিটি গঠন

পদ্মা ব্যাংক মতিঝিল শাখায় অটোমেডেট চালান (এ–চালান) সিস্টেম সেবার উদ্বোধন

কুমিল্লার ঘটনা চিহ্নিত মহলের হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : তথ্যমন্ত্রী

শিক্ষার্থীদের ঢাল বানিয়ে ফায়দা লুটতে চায় একটি মহল : তথ্যমন্ত্রী

বেশকিছু এমপি বাদ পড়েছেন, ৭২ আসনে আ.লীগের প্রার্থী চুড়ান্ত

জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত

আগামী ৮ ফেব্রুয়ারি ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু

ব্রেকিং নিউজ :