কয়রা (খুলনা) প্রতিনিধি : ‘জীবন গড়বো মোরা মানুষের তরে’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত খুলনা জেলার কয়রা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব কয়রা (রুসাক)’ এর কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আরবি বিভাগের প্রফেসর ড. মুহা. বিলাল হুসাইন কে সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স এ ‘আলোচনা সভা ও ইফতার’ অনুষ্ঠানে ২০২৩-২৪ সালের এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টন্ অ্যাসোসিয়েশন অব কয়রা এর সম্মানিত সভাপতি ড. মুহা. বিলাল হুসাইন বলেন, এক বছরের এই কার্যনির্বাহী কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়রা উপজেলার শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করবে। তাদের সুখ-দুঃখে পাশে থাকবে। এই প্রত্যাশা রাখি। এছাড়াও আমার কয়রার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করবেন। সমিতির সদস্যরা একে অপরের বিপদে-আপদে আপন ভাইয়ের মতো এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা ও সাবেক কমিটিদের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন রসাকের সাবেক ও বর্তমান সভাপতি ড. মুহা. বিলাল হুসাইন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক অলিউল্লাহ আল মাদানী।