রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের উপনির্বাচনে ইউপি সদস্য হিসেবে হাতি প্রতীকে ৩৬৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শমসের আলী । তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে নুর আলম মুন পেয়েছেন ৩১৯৭ ভোট। মোট ভোট গ্রহন হয়েছে ১২২৬৬ টি।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাজাল্লি ইসলাম। সোমবার (১২ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণের পর ভোট ঘননা শেষে তিনি এ তথ্য জানান ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, ২ টি র্যাব টিম, ২৪৫ জন পুলিশ ও গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো বলেন, বিগত দিনেও ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওয়ার্ডটিতে মোট ভোটার ২২ হাজার ৭ জন। ১০টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে মোট ১২ হাজার ২৬৬ টি ভোট গ্রহণ হয়েছে । এই উপ-নির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন।
উল্লেখ্য, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার ইউপি সদস্য বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর ওয়ার্ড সদস্য পদটি শূন্য হয়। পরে ওয়ার্ড উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।