300X70
শুক্রবার , ৫ মে ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রূপগঞ্জের রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৫, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ইলিয়াস আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই জনে।

গতকাল বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে ইলিয়াস আলী নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তার শরীরে ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত ইলিয়াস আলীর বড় ভাই আল আমিন বলেন, গতকাল রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আমার ভাই দগ্ধ হয়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে আমার ভাই মারা যায়। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার পাগলা এলাকায়। আমার বাবার নাম ফজর আলী।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়। পরে শঙ্কর নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), নিয়ন (২০) ও আলমগীর (৩৩) নামের চার জন চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :