নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে অবৈধ মোটরসাইকেল আটকের অভিযান। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত থাকেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল ‘গ”) মোঃ মাহীন ফরাজী, ভুলতা ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা ও ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর মোঃ মনিরুল ইসলাম, সার্জেন্ট রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় ডিবি পুলিশের প্রায় ২০জন সদস্য অংশ নেয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ অভিযান শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। অভিযানে কয়েক শত হোন্ডা আটক করে তাদের কাগজপত্র যাচাই বাছাই করে বিভিন্ন অপরাধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ধূূঊঊ লক্ষে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।