নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শনিবার উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়াপাড়াস্থ মারুফ শারমীন স্মৃতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, রূপগঞ্জ থানা( তদন্ত ওসি) ইন্সপেক্টর এইচ এম জসিম উদ্দিন, সংগঠনের সাধারন সম্পাদক (ইন্সপেক্টর অব পুলিশ) কবি সেলিম মিয়া, শিক্ষক ও কবি শামীমা সুলতানা উমা, সাংবাদিক সুশীল সরকার, আহমেদ রাসেল, মাহবুব আলম প্রিয়, আতাউর রহমান সানী প্রমূখ।
এ সময় সংগঠনের সদস্য ও অতিথিদের স্বরচিত মাদক বিরোধী কবিতা পাঠ, আলোচনা সভা শেষে যাত্রামুড়া এলাকার বিভিন্ন সড়কে শোভাযাত্রা করা হ