নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ এর সহধর্মিণী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক এবং অগ্রণী ব্যাংকের ডিজিএম রেবেকা সুলতানা রোমার প্রথম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) বাদ আছর তার নিজ বাড়ি’ বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর খরকি আদমদিঘী জামে মসজিদে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয় ।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মেহেন্দীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্জ কামাল উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন,ঢাকা মহানগর (দঃ ) আওয়ামী লীগের সাবেক কাযনিবাহী সদস্য লিয়াকত আলী খান, শাহবাগ থানা আওয়ামী লীগের যুগ্না সাধারণ সম্পাদক সাজ্জাদ রাসেল, (দঃ) উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম চৌধুরী মিলন,উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মোল্লাহ,সাবেক জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান আরজু উপ:সহসভাপতি 5নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা আ’ লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আলতাফ মাহমুদ দিপুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার খান ও প্রধান উপদেষ্টা মেজর (অব:) মহসিন শিকদার, মেহেন্দিগঞ্জ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান গণ। কবর জেয়ারত দোয়া মাহফিলের শেষে তোবারক বিতরন করা হয়।
উল্লেখ্য, গত ৫ জুলাই ২০২২ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।