বাহিরের দেশ ডেস্ক: মালগাড়ির রেললাইনে হঠাৎ উঠে পড়ল চারচাকা গাড়ি। প্রায় ১০০ মিটার রেললাইনের ওপর দিয়ে ঘষতে ঘষতে গাড়িটি যেতে থাকে। পশ্চিমবঙ্গের বালিগঞ্জ স্টেশন লাগোয়া ৪ নম্বর প্লাটফর্মের পাশে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, বিজন সেতু সংলগ্ন এলাকা দিয়ে গাড়িটি হঠাৎ রেললাইনে উঠে যায়।কালো রঙের গাড়িটির ভেতর তিনজন যুবক ও তিনজন তরুণী ছিলেন। কিন্তু কীভাবে গাড়িটি রেললাইনের উপর চলে এলো?
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, একেবারে মত্ত অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল। রেললাইনের উপর উঠে পড়ার পরেও গাড়িটি চালানো হচ্ছিল। থামার কোনো লক্ষণ ছিল না। অত্য়ন্ত বেপরোয়া গতিতে গাড়িটি আসছিল বলে অভিযোগ। এমন দৃশ্য আগে দেখেননি অনেকেই।
বিভিন্ন সূত্রের খবর, গুগল ম্যাপ দেখে গাড়ি চালানো হচ্ছিল। সেই সময়ই গাড়িটি একেবারে রেললাইনের উপর উঠে পড়ে। স্থানীয়দের দাবি, গাড়ির মধ্যে মদের বোতল ছিল। সেক্ষেত্রে কীভাবে গাড়ি রেললাইনে উঠল তা নিয়ে স্বভাবতই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আচমকাই দেখলাম রেললাইনের উপর দিয়ে গাড়িটি এগিয়ে আসছে। কিছুটা এগোনোর পর গাড়িটি থেমে যায়। গাড়িতে থেকে তিনজন যুবক নেমে আসেন। পরে তিনজন তরুণীও গাড়ি থেকে নামেন। তাদের বেশ সম্ভ্রান্ত ঘরের বলেই মনে হচ্ছিল।