নিজস্ব প্রতিবেদক: ‘ভালবাসা দিবস একদিন শহরকে ভালবাসি প্রতিদিন’ প্রতিপাদ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালা আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গুলশানের বাড়ি-৪৬, সড়ক-৪১ হোটেল লেকশোরে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।
এছাড়া কর্মশালায় রাজউক, ওয়াসা, গৃহায়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। কর্মশালাটির সচিত্র কভারেজ দেয়ার জন্য সকল গণমাধ্যম প্রতিনিধিকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ডিএনসিসির পক্ষ থেকে।