নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এরশাদ স্বৈরাচার বিরোধী ১৯৯০ সালের ঐতিহাসিক গণঅভ্যুানে আত্মবলিদানকারী মহান শহীদ জাসদনেতা ও বিএমএ নেতা ডা. শামসুল আলম খান মিলন স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগ আগামীকাল ২৬ নভেম্বর শনিবার বিকাল ৩-০০টায় বঙ্গবন্ধু এভিনিয়স্থ শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে আলোচনাসভার অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এপি সহ দলীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শহীদ ডা. মিলন দিবসের জাসদের কর্মসূচি ঘোষনা :
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে জাসদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ নভেম্বর রবিবার ভোর ৬-০০টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং সকাল ৮-০০ টায় ঢাকা মেডিকেল কলেজস্থ শহীদ ডা. মিলনের সমাধি এবং সকাল ৮-৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন সৌধে পুষ্পস্তবক অর্পণ।
জাসদের জেলা ও উপজেলা কমিটিসমূহ শহীদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে ২৭ নভেম্বর আগামীকাল রবিবার শহীদ ডা. মিলনের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভার আয়োজন করবে।
দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে ১৯৯০ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মহান শহীদ জাসদ নেতা ডা. শামসুল আলম খান মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২৭ নভেম্বর যথাযথ মর্যাদায় শহীদ ডা. মিলন দিবস পালনের জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন।