300X70
বুধবার , ৩ ফেব্রুয়ারি ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জাতিসংঘের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৩, ২০২১ ২:০৮ পূর্বাহ্ণ

 বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

বাহিরের দেশ ডেস্ক: মিয়ানমারে অভ্যুত্থানের ফলে দেশটিতে এখনো থাকা ৬ লাখ রোহিঙ্গা মুসলমানের দুর্দশা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আতঙ্কে আছে জাতিসংঘ। গত সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে হওয়া অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা।

তার আগের দিন জাতিসংঘের এক মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে পরিস্থিতি নিয়ে এ উদ্বেগ জানালেন। গত সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতায় বসেছে; এদিন ভোরের অভিযানে তারা সু চিসহ রাজনৈতিক নেতাদেরও আটক করে।

২০১৭ সালে দেশটির রাখাইনে সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা সীমানা টপকে প্রতিবেশী বাংলাদেশে চলে আসে। প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ওই রোহিঙ্গারা এখন শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন পশ্চিমা দেশ ৪ বছর আগে রাখাইনে সামরিক বাহিনীর ওই তৎপরতাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ হিসেবে অ্যাখ্যা দিয়ে এলেও মিয়ানমার সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে আসছে।

‘এখনো ৬ লাখ রোহিঙ্গা রাখাইনে আছে, যাদের মধ্যে এক লাখ ২০ হাজার বিভিন্ন বিভিন্ন শিবিরে আটকা। তারা স্বাধীনভাবে চলাচল করতে পারছে না; স্বাস্থ্য ও শিক্ষার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত। আমাদের ভয় হচ্ছে, এই ঘটনা (অভ্যুত্থান) তাদের পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে,’ সাংবাদিকদের এমনটাই বলেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।

মঙ্গলবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। ‘আমরা সেখানে শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি হুমকি নিয়ে কথা বলতে চাই; এ বিষয়ে অবশ্যই মিয়ানমারের এশিয়া ও আসিয়ান প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে,’ বলেছেন নিরাপত্তা পরিষদের ফেব্রæয়ারির প্রেসিডেন্ট, জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ যেসব পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল রাশিয়ার সমর্থন নিয়ে চীন সেসব আটকে দেয়। সোমবার জাতিসংঘের চীন দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে মিয়ানমারের সা¤প্রতিক পরিস্থিতি সম্পর্কে আরও অনেক কিছুই জানা যাবে বলে তারা আশা করছে।

‘আমরা আরও আশা করছি যে, পরিষদ এমন পদক্ষেপই নেবে যা মিয়ানমারের পরিস্থিতিকে আরও জটিল না করে সেখানকার স্থিতিশীলতার জন্য সহায়ক হবে,’ বলেছেন জাতিসংঘে চীন মিশনের এক মুখপাত্র। মিয়ানমারের সামরিক বাহিনী জানিয়েছে, ‘নির্বাচনে জালিয়াতির’ প্রতিক্রিয়ায় তারা সু চি ও অন্যদের আটক করে সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইংয়ের হাতে ক্ষমতা হস্তান্তর ও এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে।

আটককৃতদের ছেড়ে দিতে জাতিসংঘ আহবান জানাচ্ছে মন্তব্য করে সোমবার দুজারিক বলেছেন, জাতিসংঘ মহাসচিব গুতেরেসের মিয়ানমার বিষয়ক দূত ক্রিস্টিন স্ক্রানার বার্গনার পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন এবং তিনিই সম্ভবত নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ব্রিফ করবেন। মিয়ানমারে দীর্ঘদিন ধরে জাতিসংঘের উপস্থিতি ছিল। ২০১৮ সালের এপ্রিলেও নিরাপত্তা পরিষদের দূতরা দেশটিতে গিয়ে অং সান সু চি ও মিন অং হ্লাইংয়ের সঙ্গে রাখাইনে অভিযান নিয়ে পৃথক বৈঠক করেছিলেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :