রৌমারীত (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে নানা আয়াজনে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়ছে। আজ মঙ্গলবার ১২টার দিক রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ােজনে র্যালি, কেককাটা ও আলোচনাসভার আয়াজন করা হয়।
এ উপলক্ষ্যে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স অফিস চত্বর থেকে একটি র্যালি বেড়হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স অফিসের হল রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাে. ইমান আলীর সভাপতিত্বে কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মা. আসাদুজ্জামান, রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মাে. আব্দুস সাত্তার, হাসপাতালের মেডিকেল এসিস্টেন্ড ডা. অলক কুমার, এমটিইপি আই মাে.মহিউল আলম, টিএলসিএ মাে.ফয়জার রহমান, রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রিমা পারভিন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারি,সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ বিভিন শ্রেনী পেশার মানুষ।