রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সমস্যা পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আব্দুল্লাহ আল মামনের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, নদী ভাঙ্গনের শিকার লালকুড়া গ্রামের আনিছুর রহমান ও হেলাল উদ্দিন, কর্তিমারী বাজারপাড়ার তসলিম উদ্দিন, দিগলেপাড়া গ্রামের সাইন উদ্দিন, ধনার চর নতুন গ্রামের শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক এসএমএ মোমেন, শওকত আলী মন্ডল, আরিফুল ইসলাম রিগ্যান, শাহাদত হোসেন, মাসুদ পারভেজ রুবেল, রফিকুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সমন্বয়কারী তন্বয় কুমার সান্যাল ও নেটওয়ার্ক মেম্বার ফজলুল হক বাবলু প্রমূখ। এছাড়াও অত্র এলাকার বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।