নাজমুল আলম, রৌমারী : কুড়িগ্রামের রৌমারী উপজেলা সাংবাদিক আমির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩২) বছর। তিনি উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের মৃত আছমত আলীর কনিষ্ঠ ছেলে।
শনিবার সকাল ৬ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। গত ৫ দিন আগে লিভারের সমস্যা হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি একাধারে দৈনিক ইত্তেফাক, কুড়িগ্রাম খবর, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সহ-সভাপতি, রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, বন্দবেড় ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিএসডিকের সহকারি নির্বাহী পরিচালকসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর হঠাৎ মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ শোক প্রকাশ করেছেন।
দুপুর ২টায় বাইটকামারী হাইস্কুল মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।