300X70
শনিবার , ১ অক্টোবর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ

সংবাদদাতা, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) নামে এক যুবলীগ নেতা মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্ম দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত বলে দাবি করেছে জেলা আওয়ামী লীগ।

এদিকে আলাউদ্দিনকে হত্যার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতাল থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের উত্তর তেমুহনি এলাকায় গিয়ে শেষ হয়।

নিহত আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের রশিদপুর গ্রামের সাদেক পাটওয়ারীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আলাউদ্দিন বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী বাহিনী প্রধান কাশেম জিহাদীর চাচাতো ভাই। তিনি কাশেম জিহাদীর সহযোগী ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু হাসপাতালে এসে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছেন।

স্বজনরা জানায়, আলাউদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পদ্ম দিঘিরপাড়ে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে পাশের একটি পুকুরে পায়। সেখান থেকে উদ্ধার করে তাঁকে পোদ্দার বাজারের একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা জামাল হোসেন বলেন, ঘটনাস্থলে আলাউদ্দিন মুঠোফোনে কারও সাথে কথা বলছিলেন। পাশের বাগানে অন্ধকারে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে তাঁকে হত্যা করে। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামনাশীষ রায় বলেন, আমরা আলাউদ্দিনকে মৃত পেয়েছি। তার বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন দাবি করেছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির লোকজন জড়িত। দীর্ঘদিন থেকে বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। এ হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের বলেন, খবর পেয়ে হাসপাতালে পরিদর্শনে এসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারব।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

নবম ওয়েজ বোর্ডের আয়কর-গ্র্যাচুইটি নিয়ে হাইকোর্টের রুল

একদিনে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্তের হার ৫.৫৮ শতাংশ

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্র্যাক ব্যাংকের কম্বল প্রদান

শেখ রাসেলের খেলোয়াড়দের পুরস্কৃত করলেন সায়েম সোবহান আনভীর

রাতের বৈঠকে প্রস্তাব বিএনপির : সমাবেশ করতে চায় কমলাপুর স্টেডিয়ামে, পুলিশ বলছে মিরপুরের বাঙলা কলেজ

এবার ভারতের প্রধানমন্ত্রী নিলেন করোনা টিকার দ্বিতীয় ডোজ

প্রবীণদের কল্যাণে তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবেঃ রাষ্ট্রপতি

বইয়ে কোন বিষয়ে বিতর্ক বা ভুল থাকলে তা অবশ্যই পরিবর্তন করা হবে : শিক্ষামন্ত্রী

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা : শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

গোবিন্দগঞ্জে ডাঙ্গার বিলের উন্মুক্ত

ব্রেকিং নিউজ :