এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমান ডিজেল সহ ২জনকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
পুলিশ সুত্র জানায়, শনিবার গভীর রাতে বুড়িমারী সীমান্ত এলাকা দিয়ে ড্রামে করে ৪২৬ লিটার ডিজেল অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,বুড়িমারী পৌরসভার মুগলীবাড়ি গ্রামের সিরাজুলের পুত্র রবিউল ইসলাম (৪০) ও একই এলাকার আজিরের পুত্র জাবেদুল ইসলাম (৩৮)। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, আজ রোববার তাদের লালমনিরহাট জেলা জজ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।