এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে।
১৭ মার্চ রাতে সাপ্টিবাড়ী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রধান অতিথি থেকে কেক কাটেন। সাপ্টিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম মানিক, সাবেক সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, মহিষখোচা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছার রহমান, ভাদাই ইউনিয়ন আ’লীগের সভাপতি ইলিয়াছ বসুনিয়া। অন্যান্যদের মধ্যে ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, পলাশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলী, সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুুন কবির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বাবুল, সাপ্টিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রাফজান জানি রাদ, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন স্বাদ, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আতœজীবনী নিয়ে বিষদ আলোচনা করেন। অনুষ্ঠানে কেক কাটার আগে বঙ্গবন্ধুর আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাপ্টিবাড়ী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা এরশাদুল ইসলাম।