এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবাগুলোর শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে রোটারি ক্লাব। আজ সকালে রোটারি ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল এর আয়োজনে জেলায় ৩ হাজার বন্যাদূর্গত শিশুর মাঝে শুকনা খাবার বিতরণের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ডাঃ আমিনুর রহমান।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন এর চর গোবর্দ্ধন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব লালমনিরহাট সেন্ট্রাল এর সহ-সভাপতি এ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, প্রজেক্ট পরিচালক আদু মোল্লা, সদস্য আহমেদ আলী ভুট্টু ও খান মুজাহিদ মুহাম্মাদ। উদ্বোধনী দিনে ২,শ শিশুর মাঝে এ শুকনা খাবার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আগামী এক মাস ব্যাপী তিস্তা পারের বিভিন্ন এলাকায় ৩ হাজার বন্যাদূর্গত শিশুর মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।
শুকনো খাবার হিসেবে প্রত্যেক প্যাকেটে আপেল, কমলা, কলা, ডিম, বিস্কুট পারুটি, চিড়া ও মুড়ি দেয়া হয়।