এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাটের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদের প্রথম জামাত শুরু হয়। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে সদর-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যা, মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন নামাজ আদায় করেন।
এসময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন, র্যব, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা।
ঈদের প্রথম জামাতে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান। ও ২য় জামাতে নবাবের হাট জামে মসজিদের খতিব মাওলানা আক্কাছ আলী ইমামতি করেন।
শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য আসেন। এসময় ঈমাম সাহেবদ্বয় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে ঈদুল ফিতরের ফযিলত সম্পর্কে আলোচনা করেন।
ঈদের নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।