বাহিরের দেশ ডেস্ক: দেশজুড়ে টালমাটাল বাজার ব্যবস্থার পর প্রধানমন্ত্রীকে সরাতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পেছনের সারির নেতাদের উদ্যোগের পর ব্রিটিশ অর্থমন্ত্রী জেরেমি হান্ট জোর দিয়ে বলেছেন, লিজ ট্রাস এখনও সরকারের নেতৃত্ব দিচ্ছেন। লিজ ট্রাসের সঙ্গে আলোচনার মাধ্যমে কর ব্যবস্থা ও খরচের বিষয়ে একটি সমাধানে পৌঁছাতে হান্ট পার্টির সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর পেছনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তবে ক্ষমতাসীন দলের তিনজন এমপি লিজ ট্রাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন।
গত মাসের সংক্ষিপ্ত বাজেট তৈরিতে ব্যাপক আর্থিক অচলাবস্থা ও বেশ কয়েকজন এমপির নেতিবাচক প্রতিক্রিয়ার পর অর্থমন্ত্রীকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং এর পরে জেরেমি হান্ট গত শুক্রবার সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারতেং-এর স্থলাভিষিক্ত হন।
কর্পোরেশন কর স্থগিত করা ও আয়কর হার রহিতের মতো সিদ্ধান্তসহ কর হ্রাস করার বিষয়ে ৪৫ বিলিয়ন পাউন্ডের প্যাকেজ প্রস্তাব থেকে সরে আসতে লিজ ট্রাসের নীতির নাটকীয় পরিবর্তনের পর জেরেমি হান্ট বলেন, ‘প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন।’ তিনি নিজেকে সবচেয়ে ক্ষমতার অধিকারী সদস্য হিসেবে গণমাধ্যমগুলোর আলোচনাকেও বাতিল করে দেন।
বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে হান্ট বলেন, ‘তিনি (লিজ ট্রাস) শুনেছেন, তিনি মত পাল্টেছেন। এবং তিনি নীতি পরিবর্তনের মতো কঠিন কাজটি করতে ইচ্ছুক।’
জেরেমি হান্ট দলের ভবিষ্যত নেতৃত্বের প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে রাখছেন জানিয়ে বলেন, নেতৃত্বে আসার বিষয়ে আগের দুটি ব্যর্থ চেষ্টার পর তার ইচ্ছা মরে গেছে। তার পরিবর্তে কনজারভেটিভ পার্টির সদস্যদের লিজ ট্রাসের পেছনে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। তিনি বলেন, ‘আরেকটি নেতৃত্ব নির্বাচনের দীর্ঘসূত্রিতা হবে সবচেয়ে খারাপ বিষয়।’
এদিকে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায় লিজ ট্রাস আজ সোমবার মন্ত্রিসভার সদস্যদের এক অভ্যর্থনায় সরকারের অর্থনৈতিক পরিকল্পনার বিষয়ে তার সহকর্মীদের মতামত নেবেন। এ সপ্তাহের শেষ দিকে তিনি কনজারভেটিভ এমপিদের সঙ্গে আলোচনায় বসবেন।
তবে ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন এমপি লিজ ট্রাসকে ক্ষমতা থেকে সরাতে আলোচনা শুরু করেছেন যদিও এক বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পরিবর্তনে কোনো উদ্যোগ না নিতে পার্টির নিয়ম রয়েছে।