নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম: লোন অরিজিনেশন সিস্টেম (এলওএস) বাস্তবায়নের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক সম্প্রতি ভিফিন সলিউশন্স প্রাইভেট লিমিটেডের (ইন্ডিয়া) সাথে একটি সফটওয়্যার লাইসেন্স চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংক এসএমই ও রিটেইল ঋণ বিতরণ কার্যক্রমকে স্বয়ংক্রিয় করার জন্য একটি মডিউল তৈরি করতে সক্ষম হবে এবং প্রসেসিংয়ে সময় কমিয়ে দ্রুত ঋণ বিতরণ করতে পারবে।
ব্র্যাক ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. সাব্বির হোসেন এবং ভিফিন সলিউশন প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাজা দেবনাথ গত ২৮ নভেম্বর, ২০২১ ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম।
এসএমই ও রিটেইল ব্যাংকিং সেবায় ব্র্যাক ব্যাংক এর আছে ব্যাপক ব্যাপ্তি ও অগণিত গ্রাহক। তাই এই সিস্টেমটির ফলে সারা দেশে ব্র্যাক ব্যাংক এর গ্রাহকবৃন্দ ব্যাপকভাবে উপকৃত হবে।