স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাকিস্তানের বোলারদের তোপে চোখে শর্ষে ফুল দেখছিল বাংলাদেশের ব্যাটাররা।
তবে অলরাউন্ডার আফিফ হোসেনের ব্যাটে স্বপ্ন বুনছিল বাংলাদেশ। দুর্দান্ত ব্যাট করছিলেন তিনি। দুই বাউন্ডারির পর টানা দুই ছক্কাও হাঁকিয়ে বাঘের গজর্ন দিচ্ছিলেন একাই।
কিন্তু বাংলাদেশের সেই স্বপ্ন ধুলিসাৎ করে দেন শাদাব খান। ১৩তম ওভারের পঞ্চম ডেলিভারিটি গুগলি করেন শাদাব। বলের গতি বুঝে উঠেতে পারেননি আফিফ।
বেরিয়ে এসে খেলার চেষ্টায় লেগ স্পিনারের গুগলির নাগাল পাননি আফিফ। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দেন মোহাম্মদ রিজওয়ার। ভাঙে ২৩ বল স্থায়ী ২১ রানের জুটি।
দুটি করে ছক্কা ও চারে ৩৬ রান করেন আফিফ।
১৩ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৬২। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী মেহেদি হাসান।